ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় সাকিব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সাকিব উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের হাফিজুল সরদারের ছেলে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে জেলার পাইকগাছা উপজেলার হাবিবনগর মাদরাসা ও বাদাম তলার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, চাচা আলামিন সরদারের সঙ্গে মোটরসাইকেলে করে কপিলমুনির দিকে যাওয়ার সময় হাবিবনগর মাদরাসা ও বাদামতলার মধ্যবর্তী স্থানে পৌঁছালে খুলনার দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।