ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলায় এসআই সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলায় এসআই সাময়িক বরখাস্ত

লালমনিরহাট: গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলায় লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  

বুধবার(২৭ জানুয়ারী) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

এর আগে সোমবার (২৫ জানুয়ারি) লালমনিরহাট সদর উপজেলার কলেজ বাজার এলাকায় আসামি গ্রেফতার করতে গিয়ে গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলেন এসআই খালেকুল বাদশা।  

পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, সদর উপজেলার কলেজ বাজার এলাকায় এক আসামিকে গ্রেফতার করতে সোমবার অভিযান চালান সদর থানার এসআই বাদশা। এসময় তিনি তার ব্যবহৃত পিস্তলের গুলিভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন। এরপর বিষয়টি থানায় না জানিয়ে গোপন রাখেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে তাকে ওই দিনই প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে এসআই খালেকুল বাদশা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় পরদিন মঙ্গলবার (২৬ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে হারানো ম্যাগাজিনটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।