ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে বিএনসিসির স্বেচ্ছাসেবা সপ্তাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে বিএনসিসির স্বেচ্ছাসেবা সপ্তাহ

মাগুরা: মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা সুন্দরবন জি-আর্টিলারি রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিএনসিসি সুন্দরবন ২৪ রেজিমেন্টের ব্যাটালিয়ান কমান্ডার মো. শাহিনুর রহমান, ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, প্রভাষক ইমরান নাজির প্রমুখ।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা, মাস্ক বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে শহরে র‌্যালি বের করা হয়। এ সময় মাগুরা বিএনসিসির সদস্যরা করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধেও প্রচারণা চালায়।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।