ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফেনসিডিলসহ মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
রাজধানীতে ফেনসিডিলসহ মাদককারবারি আটক

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে ২৯৯ বোতল ফেনসিডিলসহ মো. বাবু খাঁ (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবু জানান, তিনি দীর্ঘদিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো কৌশলে কাভার্ড ভ্যানে থাকা বিভিন্ন কাঁচামালের আড়ালে লুকিয়ে তা ঢাকায় নিয়ে আসতো। এরপর তিনি ঢাকাসহ দেশর বিভিন্ন জেলায় এসব ফেনসিডিল সরবরাহ করতেন বলেও জানান বাবু।

আটক মাদককারবারির বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি জিয়াউর।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।