ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসকের অবহেলায় নার্সের বাবার মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
চিকিৎসকের অবহেলায় নার্সের বাবার মৃত্যুর অভিযোগ চিকিৎসকের অবহেলায় নার্সের বাবার মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: চিকিৎসকের অবহেলায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নার্সের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

বুধবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাজীব হোসেনের বাবা বুলবুল মিয়া (৫০) অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু আধা ঘণ্টা পর্যন্ত রাজীবের বাবাকে দেখতে আসেননি জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ আরাফাত। পরবর্তীতে অসুস্থ বুলবুলকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতে বলেন চিকিৎসক আরাফাত। এরপর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পর বুলবুলের মৃত্যু হয়।

সহকর্মীর বাবার মৃত্যুর ঘটনার জেরে রাত ৮টার দিকে হাসপাতালের নার্সরা চিকিৎসক আরাফাতকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে জরুরি বিভাগে আধা ঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

অবহেলার অভিযোগ সঠিক নয় দাবি করে চিকিৎসক সফিউল্লাহ্ আরাফত বলেন, রোগী জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গে আমি রোগীকে দেখতে গিয়েছি। এরপর আমি রোগীর ইসিজি করার জন্য বলি। তারপর তারা কি করেছে আমি জানিনা। আমার কোনো অবহেলা ছিলনা।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শওকত হোসেন বলেন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে কিনা সেটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।