ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে যারা টিকা নিয়েছে তারা সুস্থ আছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ঢামেকে যারা টিকা নিয়েছে তারা সুস্থ আছেন কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিচ্ছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছেন হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ঢামেক জরুরি বিভাগের বেজমেন্টে টিকা নেওয়ার পর তিনি এ কথা বলেন।

ডা. নুরুল ফাত্তাহ বাংলানিউজকে বলেন, আমি অত্যন্ত ভাগ্যবান। আমি প্রথম টিকা নিয়েছি। আমি সম্পুর্ণ সুস্থ আছি। টিকা নিলে  জ্বর-কাশির মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে, আমার কোনটাই হয়নি। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও সাহসী হোন, টিকা নিতে এগিয়ে আসুন।

ঢামেক মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ড. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফ বাংলানিউজকে বলেন, আমার খুবই স্বাভাবিক লেগছে। ছোটবেলায়ও আমরা অনেক টিকা নিয়েছি। এটির ডোজ আরও কম। টেরই পাইনি। অস্বাভাবিক কিছুই মনে হয়নি।

ঢামেক মেডিসিন বিভাগের ইনডোর মেডিক্যাল অফিসার ডা. ইসমেহান আশরাফ বাংলানিউজকে বলেন, ইচ্ছাকৃতভাবেই টিকা নিয়েছি। এখনো স্বাভাবিক আছি। কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এখনো সম্পূর্ণ সুস্থ আছি।

এসময় উপস্থিত ছিলেন ঢামেক পরিচালক ব্রি. জে. নাজমুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  

ডা. নাসিমা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে যখন টিকার ট্রায়াল শুরু হয়, তখন থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা টিকা কেনার প্রক্রিয়া শুরু করি। টিকা আসার পর ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু করা হয়। টিকা নেওয়া প্রথম ৫ জনের মধ্যে আমি ছিলাম। আমার টিকা নিয়ে তেমন অস্বাভাবিক কিছু মনে হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ আছি, রাতেও কোন সমস্যা হয়নি।

ঢামেক সুত্র জানায়, ঢামেকের করোনা টিকাদান কেন্দ্রে শতাধিক মত স্বাস্থ্যকর্মী করোনার টিকা নেবেন। এখনো বেজমেন্টের সবাই সিরিয়াল মেনটেন করে উৎসবের মতো টিকা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।