ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজউকের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
রাজউকের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ বাদী হয় তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন।

 

সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, রাজউকের সাবেক সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম সরকার ও তার স্ত্রী মোসা. ফাতেমা বেগম।

অভিযোগে থেকে জানা যায়, রাজউকের সাবেক সহকারী পরিচালক ২৯ লাখ ৮ হাজার ৮৭৭ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈদ সম্পদ অর্জন করেছেন। তার আয়ের কোনো বৈধ উৎস না থাকায় তিনি তা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়।

একইভাবে রাজউকের এই কর্মকর্তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত ২৬ লাখ ৭৪ হাজার ৫৬১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন এবং এই সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে নিজের দখলে রেখে অপরাধ করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ফাতেমা বেগম তার আয়ের যে উৎস (ব্যবসা ও দোকান ভাড়া) উল্লেখ করেছেন, দুদকের অনুসন্ধানে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে স্বামীর নাম গোপন করে বাবার নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাজউকের একটি প্লট অর্জন করেন তিনি।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে এই দম্পতির বিরুদ্ধে ২০০৪ এর ২৬ (২) ২৭(১) ধারা তথা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারায় দু’টি পৃথক মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১ 
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।