ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বরগুনায় প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বরগুনা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আয়রন ব্রিজ সংস্কার প্রকল্প পরিচালকের কার্যালয়ে কর্মরত নির্বাহী প্রকৌশলী আহম্মেদ আলীর বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বরগুনার ঠিকাদাররা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়নে সকল ঠিকাদারের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন ঠিকাদার গাজী ফারুক আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার গাজী সোহেল, জিএম হাসান, মামুন হাওলাদার, মোয়াজ্জেম খান ও মিরাজ।

অভিযোগে বলেন, বরগুনা এলজিইডির কতিপয় অসাধু ঠিকাদার বাদল খান, শহিদ খান, নিজাম তালুকদার ও আলমাস খান আমতলী উপজেলায় ৯৬ কোটি টাকার ভুয়া আয়রন ব্রিজ দেখিয়ে তার সংস্কারের টেন্ডার তৈরি করে ঢাকা আইবিআরপি প্রকল্পের কার্যালয় বরগুনা থেকে পাঠায়। অথচ আমতলীতে ওই সব ব্রিজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

ঠিকাদাররা আরও অভিযোগ করেন, ওই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছেন, পরিচালক আবদুল হাই, নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, আমতলী উপজেলা প্রকৌশলী আতিয়ার রহমান, আমতলীর উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, হিসাব রক্ষক আনছার আলী। ওই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আহম্মেদ আলী এই জাতীয় ভুয়া প্রকল্প সৃষ্টি করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছে। তার মতো একজন দুর্নীতিবাজ অফিসার প্রকল্প পরিচালক হলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও বলেন, ওই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আহম্মেদ আলী কিছুদিনের মধ্য প্রজেক্ট পরিচালক হতে যাচ্ছেন। তিনি যদি প্রকল্প পরিচালক হন তাহলে সরকারের মারাত্মক ক্ষতি হবে। ক্ষতি হবে বরগুনার সাধারণ ঠিকাদারদের।

এসময় উপস্থিত অন্য ঠিকাদাররা বলেন, আহম্মেদ আলীর মতো দুর্নীতিবাজ অফিসারকে চাকরি থেকে অনেক আগেই বিদায় করা উচিত ছিল।

ঠিকাদার নিজাম উদ্দিন তালুকদার বলেন, ভুয়া প্রকল্পের ব্যাপারে আমি কিছু জানি না। আমার লাইসেন্সে ভুয়া প্রকল্পে কয়েকজন ঠিকাদার টেন্ডারে অংশ গ্রহণ করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ হলে সেই সব প্রকল্প সরকার বাতিল করে দেয়।

এদিকে, অভিযুক্ত আহম্মেদ আলী বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি খুব ব্যস্ত আছি। আপনাদের সঙ্গে পরে কথা বলব।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।