ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১২শ কেজি জাটকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
১২শ কেজি জাটকাসহ আটক ১ ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১২০০ কেজি জাটকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে শীতলক্ষ্যা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ইউএনও বলেন, জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সে.মি. অথবা তার চেয়ে ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ দন্ডনীয় অপরাধ। এসময় কেউ জাটকাসহ আটক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।