ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
খুলনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

খুলনা: খুলনার হরিণটানা থানা এলাকায় মো. নয়ন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খান বাহাদুর আহছান উল্লাহ হলের পাশে এ ঘটনা ঘটে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে।

স্থানীয়রা জানায়, বিকেলে মহানগরের গল্লামারী ইসলামনগর এলাকার মালেক সরদারের ছেলে নয়ন ও তার কয়েকজন সহযোগী একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে নয়নের সঙ্গে তিন থেকে চারজন যুবকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা নয়নের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।