ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিমসটেক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বিমসটেক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান

ঢাকা: বিমসটেক-এর সদস্য দেশগুলোর মধ্যে আরো সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে জোর দেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেখফেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোমেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।

ড. মোমেন বিমসটেককে আরও শক্তিশালী করতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেবেন বলে মহাসচিবকে জানান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।