ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে জেল খেটে সিলেট সীমান্ত দিয়ে ফিরলেন ১৯ বাংলাদেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ভারতে জেল খেটে সিলেট সীমান্ত দিয়ে ফিরলেন ১৯ বাংলাদেশি ভারতে জেল খেটে সিলেট সীমান্ত দিয়ে ফিরলেন ১৯ বাংলাদেশি। ছবি: বাংলানিউজ

সিলেট: ভারতে সাজাভোগের পর সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ১৯ জন বাংলাদেশি। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন বয়সী ১৪ জন পুরুষ ও পাঁচজন নারী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে তাদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

সীমান্তের কাছাকাছি জলাশয়ে মাছ ধরতে গিয়ে নো-ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েছিলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম ও নাসির উদ্দিন। বিএসএফ তাদের দু’জনকে ধরে নিয়ে যায়। আড়াই বছরেরও বেশি সময় ভারতের বিভিন্ন কারাগারে সাজাভোগের পর দেশে ফিরতে পেরেছেন। জন্মভূমিতে ফিরতে পেরে আনন্দে কেঁদে ফেলেন তারা।

একইভাবে চাঁদপুর জেলার মতলব উত্তরের বাসিন্দা বৃদ্ধ ইব্রাহিম খলিল কাজের সন্ধানে বিনা ভিসায় সীমান্ত পাড়ি দিয়ে বিএসএফ’র হাতে আটক হয়েছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন কারাগারে টানা সাত বছর সাজাভোগ করে দেশে ফেরেন।

শহিদুল নাসির, ষাটোর্ধ্ব ইব্রাহিম খলিলের মত এভাবে অনুপ্রবেশসহ নানা কারণে ভারতে কারাভোগ করে দেশে ফিরেছেন ১৯ বাংলাদেশি নাগরিক।

দেশে ফেরা ষাটোর্ধ্ব ইব্রাহিম বলেন, গ্রামের বাড়িতে তাকে নিতে আসার মতো কেউ নেই। আপাতত মামার বাড়িতে গিয়ে উঠবেন তিনি।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, দেশে ফেরা লোকজনের মধ্যে কুড়িগ্রামের চারজন, ব্রাক্ষবাড়িয়ার দুইজন, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, ঢাকা, চাঁদপুর, লালমনিরহাট, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, নীলফামারী, লক্ষীপুর, ঠাকুরগাঁও ও বরিশালের একজন করে মোট ১৯ জন রয়েছেন।

সিলেটের বিয়ানীবাজার বর্ডার গার্ড বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, ১৯ বাংলাদেশি নাগরিক ভারতের কারাগারে বন্দি ছিলেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কূটনৈতিক তৎপরতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের উদ্যোগ বিএসএফের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে আনতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, আরও যেসব বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শেওলা চেকপোস্টের উপ-পরিদর্শক আবুল কালাম (এসআই) বাংলানিউজকে বলেন, ভারত থেকে সাজাভোগের পর দেশে ফেরা ১৯ বাংলাদেশি মেডিক্যাল পরিক্ষা-নিরীক্ষার পর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ ছাড়াও করিমগঞ্জ জেলা পুলিশ সুপার মায়াঙ্ক কুমার, বিজিবি বড়গ্রাম বিওপি’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম, বিএসএফ কোম্পানি কমান্ডার এসি মান্দিপ, শেওলা ইমিগ্রেশন পুলিশ চোকপোস্টের উপ-পরিদর্শক আবুল কালাম, বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক শাহ আলম, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিক্যাল অফিসার ডা. হারুন-উর রশিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।