ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর: কুয়াশা কেটে যাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।  

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে নৌ চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ভোর রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল করেনি নৌরুটে। কুয়াশা কমতে শুরু করলে সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়।

>>>বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।  

জানা যায়, শুক্রবার ভোরে প্রচুর কুয়াশা পড়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে নৌ চলাচল স্বাভাবিক হয়।

লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে। এর আগে লঞ্চগুলোতে যাত্রী উঠিয়ে ঘাটেই অপেক্ষা করা হচ্ছিল কুয়াশা কমার জন্য।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন জানান, সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।