ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘ভারতের ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা বিশ্বে সেরা সম্পদ’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
‘ভারতের ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা বিশ্বে সেরা সম্পদ’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ঢাকা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘আমি মনে করি যে, ভারতের ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা আজকের বিশ্বে সেরা সম্পদ। ’ শুক্রবার (২৯ জানুয়ারি) এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি আশা করি বিশ্ব বুঝতে পারে যে, এ সক্ষমতা অবশ্যই পুরোপুরি ব্যবহার করা উচিত। ’

ভারতের সেরাম ইনস্টিটিউট করোনা ভ্যাকসিন উৎপাদন করেছে। এ ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পাশাপাশি উপহারও দিচ্ছে ভারত।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।