ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচন কমিশন গণতন্ত্রের সিরিয়াল কিলার: ডা. জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
নির্বাচন কমিশন গণতন্ত্রের সিরিয়াল কিলার: ডা. জাফরুল্লাহ ছবি: শাকিল

ঢাকা: নির্বাচন কমিশনকে গণতন্ত্রের সিরিয়াল কিলার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবেরর সামনে ‘রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের’ এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, এই নির্বাচন কমিশন সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিরাপদে ঘুরে বেড়াবে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে। সিরিয়াল কিলারের একটা মাত্র অবস্থান, তাদের ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনা।

তিনি বলেন, সংবিধান কোনো পুথি নয়। সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মগ্রন্থের মতো পবিত্র। এটা আমার অধিকার রক্ষা করে। কে আমার দেশ চালাবে সেটা নির্ণিত করার অধিকার, আমার ভোটের অধিকার। ভোটের মাধ্যমে এমন একটা সরকার আনতে হবে যে সরকার গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠা করবে।

নির্বাচন কমিশনার মাহবুবকে পদত্যাগের আহ্বান জানিয়য়ে তিনি বলেন, ওনার নির্বাচন কমিশনে থেকে লাভ কী? একটা উদাহরণ সৃষ্টির জন্য আমি মাহবুব তালুকদারকে আহ্বান করছি পদত্যাগ করেন। দেশবাসী বুঝবে একজন হলেও প্রতিবাদী কণ্ঠস্বর আছে।

তিনি বলেন, আজ আমাদের সমবেতভাবে রাস্তায় নামতে হবে, আমরা একবার রাস্তায় নেমে মানববন্ধন করে ভুলে যাই।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।