ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে উন্নয়ন কাজ উদ্বোধন করলেন দুই মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
সিলেটে উন্নয়ন কাজ উদ্বোধন করলেন দুই মন্ত্রী

সিলেট: সিলেট নগরে রাস্তা সম্প্রসারণ, রোড ডিভাইডারে সড়ক বাতি, সৌন্দর্য বর্ধনসহ উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই মন্ত্রী।

উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণি বিতানের উদ্বোধন করেন তারা।

সিলেটে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় দুই মন্ত্রীকে নগরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরিয়ে দেখান। সিলেটের উন্নয়ন দেখে মুগ্ধ হন দু্ই মন্ত্রী।

নগরের উপশহর হলদি ছড়ার ড্রেন, রিটেইনিং ওয়াল, ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন ছাড়াও মানিকপীর কবস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তারা।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, ৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নগরে ৮৬০ মিটার রাস্তার উন্নয়ন, ১ হাজার ৬৮০ মিটার রাস্তার উভয় পাশে ফুটপাতসহ ড্রেন নির্মাণ, সৌন্দর্যবর্ধন কাঠামোসহ রোড ডিভাইডার নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।