ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ আটক ২ আটক দুইজন

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৮ কেজি ১শ’ গ্রাম গাজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-০৬ এর সদস্যরা।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম এ তথ্য জানায়।

আটকরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার সাহেব আলী গাজীর ছেলে মো. সেলিম গাজী (৩৫) ও যশোরের বেনাপোল উপজেলার নারায়ণপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুস সবুর (৩৫)।

এএসপি মাহবুব আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের শুকদারা গ্রাম থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি ১শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।