ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিকরগাছায় গাড়িচাপায় শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ঝিকরগাছায় গাড়িচাপায় শিশুর মৃত্যু 

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় জিপ গাড়ির নিচে চাপা পড়ে ইউসুফ হোসেন (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের কাউরিয়া বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ উপজেলার কাউরিয়া গ্রামের ইসমাইল খাঁর ছেলে।  

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় সড়কের পাশে শিশুটি খেলছিলো। এমন সময় শিশুটি রাস্তা পার হতে গেলে ঝিকরগাছা থেকে বাঁকড়াগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।