ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
বান্দরবানে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু

বান্দরবান: বান্দরবানে শীতের সকালে সড়কের পাশে আগুন পোহাতে গিয়ে ট্রাকচাপায় নিথোয়াই উ মার্মা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিথোয়াই উ মার্মা রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার মৃত মংচ প্রু মার্মার ছেলে।

পুলিশ জানায়, ভোরে হিমাগিরী পাড়ায় নিথোয়াই উ মার্মা সড়কের পাশে আগুন পোহাচ্ছিলেন। তখন সড়ক দিয়ে দ্রুতগামী একটি ট্রাক নিথোয়াই উ মার্মাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ কুমার শর্মা বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।