ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শত্রুতার আগুনে পুড়ে মরলো ১৫০০ মুরগি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
শত্রুতার আগুনে পুড়ে মরলো ১৫০০ মুরগি

সাভার (ঢাকা): পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাভারের বিরুলিয়া ইউনিয়নের এক পোল্ট্রি মুরগির খামারের প্রায় ১৫০০ মুরগি পুড়ে মারা গেছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে বিরুলিয়ার ছোটো কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার একটি খামারে এ ঘটনা ঘটে।

এর আগে, ভোরে কোনো এক সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে সকালে সাভার মডেল থানায় ভুক্তভোগী এখলাছুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, ভোরে তার টিনসেড ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় ১৫০০ মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

এদিকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।