ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
নাগেশ্বরীতে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- লালমনিরহটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহরি গ্রামের ইসমাইল মুন্সির ছেলে হাফিজুর রহমান (৩২) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম বয়াতী (২২)।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে উপজেলার কাছারী পয়রাডাঙ্গা বাজার থেকে আলুভর্তি একটি পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ ওই দু’জনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।