ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে ভূমিকা রাখবে শিপার্স কাউন্সিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে ভূমিকা রাখবে শিপার্স কাউন্সিল

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে শিপার্স কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী৷ 

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) এর ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসসিবির চেয়ারম্যান মো. রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন- আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা, আমি বাংলার মানুষের অধিকার চাই। নিশ্চয়ই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করব। শিপার্স কাউন্সিল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, উন্নয়নের চিত্র শুধু মন্ত্রণালয়ের নয়, এ চিত্র সমগ্র বাংলাদেশের। গ্রামের মানুষের আগে গায়ের পোশাক ছিল না। ১০-১৫ বছর আগে বাংলাদেশে মঙ্গা ছিল। শিক্ষার ব্যবস্থা ছিল না, চিকিৎসা ছিল না। এখন মানুষের মৌলিক চাহিদা পাঁচটির মধ্যে চারটি হয়ে গেছে। গৃহহীন আছে সেটিও প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, একটি মানুষও গৃহহীন থাকবে না।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন, বিশেষ করে বিগত ১০-১২ বছরে নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে  উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, একেএম আমিনুল মান্নান খোকন, সৈয়দ মো. বখতিয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।