ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেনে তরণীকে ধর্ষণ, আটক ১

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
চলন্ত ট্রেনে তরণীকে ধর্ষণ, আটক ১ ছবি: প্রতীকী

ঢাকা: সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চলন্ত ট্রেনে এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জিআরটি থানা পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদকে গ্রেফতার করেছে।

 


শনিবার (৩০ জানুয়ারি) সকালে ওই তরুণী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল রেল স্ট্রেশনের মধ্যবর্তী স্থানে ধর্ষণের এ ঘটনা ঘটে।  

 
এজাহার থেকে জানা যায়, শুক্রবার সিলেট স্টেশন থেকে ছেড়ে আসা সুরমা মেইলে করে মেয়েটি তার নানার সঙ্গে আখাউড়া যাচ্ছিলেন। ট্রেনটি ভানুগাছ স্টেশন ছাড়ার পর মেয়েটি বাথরুমে যাওয়ার সময় ট্রেনের অস্থায়ী জেনারেটর অপারেটর জাহিদ মুখ চেপে ধরে ট্রেনের জেনারেটর রুমের এক কোনায় অন্ধকারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে এসে থামলে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করে ঘটনাটি উপস্থিত সবাইকে জানান। পুলিশ প্লাটফর্ম থেকে জাদিহকে আটক করে। জাহিদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জ থানার জঙ্গলবাড়ী এলাকায়।  তার বাবা জাহাঙ্গীর মিয়া সিলেট পলিটেকনিক্যাল কলেজের দপ্তরি।  

জিআরপি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। মেয়েটিকে আদালতের মাধ্যমে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।