ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রকৃতিতে চলছে ঋতু বদলের পালা

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
প্রকৃতিতে চলছে ঋতু বদলের পালা পলাশ ফুলে খাবারের সন্ধানে টিয়া। ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: প্রকৃতিতে চলছে ঋতু বদলের পালা। শীত প্রায় শেষের দিকে।

আর মাত্র কয়েক দিন পরই ঋতুর রাজা বসন্তের আগমন।

ইটকাঠের এ শহরে অপরূপ সাজে সজ্জিত পলাশ ফুল গাছ এখন বিলুপ্তপ্রায়। শীতের পরেই বসন্তের আগমন বার্তা বয়ে আনে পলাশ ফুল। গ্রাম বাংলার মানুষ ক্যালেন্ডারের তারিখ গণনা করতে না পারলেও পলাশ ফুল এলেই জানান দেয় আসছে ফাল্গুন মাস। টকটকে লাল রঙের এ ফুলটির গন্ধ না থাকলেও প্রকৃতিকে বিমোহিত করে রাঙিয়ে তোলে তার রূপলাবণ্য দিয়ে।

তাই গাছে গাছে ফুটতে শুরু করেছে পলাশ ফুল।

ছবি: বাংলানিউজ

আম গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল।

ছবি: বাংলানিউজ

গাছে গাছে উঁকি দিচ্ছে কাঁঠালের মোচা।  

ছবি: বাংলানিউজপলাশ ফুলে খাবারের সন্ধানে উৎসুক টিয়া।

ছবি: বাংলানিউজ
কেউ কেউ পলাশ ফুলের পাশে ব্যস্ত ফটোসেশনে।

ছবিগুলো জাতীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।