ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত ফাইল ফটো

শেরপুর: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

 

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দু’জনের মধ্যে এক জনের নাম সেলিম মিয়া। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাদগাঁও গ্রামের মৃত তায়েব আলীর ছেলে বলে জানা গেছে। নিহত অন্যজন ও আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।