ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এনবিআরসহ বিভিন্ন ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এনবিআরসহ বিভিন্ন ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক

ঢাকা: গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আমদানি-রপ্তানির আড়ালে আল মুসলিম গ্রুপের ১৭৫ কোটি টাকা পাচারের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন ব্যাংকের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে জানা যায়, অনিয়ম দুর্নীতির মাধ্যমে রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিভিন্ন সময় পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুদকের উপপরিচালক এদিক বিল্লার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল ওই অভিযোগের দায়িত্বে রয়েছেন। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আতাউল কবির ও বজলুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।