ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল থেকে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বেনাপোল থেকে প্রায় ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৬ লাখ ৬০ হাজার টাকার মূল্যে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির বেনাপোল সদর সদর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ ভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।