ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিজ্ঞান জাদুঘরে দুর্নীতিরোধ বিষয়ক কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
বিজ্ঞান জাদুঘরে দুর্নীতিরোধ বিষয়ক কর্মশালা

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতিমুক্ত থেকে প্রতিষ্ঠানকে উন্নত এবং দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে রোববার (৩১ জানুয়ারি) এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত হয়ে সংশ্লিষ্টরা তাদের মতামত ব্যক্ত করে। কর্মশালায় পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরী, গাড়িচালক, গ্যালারি অ্যাটেডেন্ট, গ্যালারি গার্ড, টেকনিশিয়ান, গ্যালারি সহকারী, সহকারী কিউরেটর ও কিউরেটর পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কীভাবে দুর্নীতিমুক্ত থাকা যায়, সে লক্ষ্যে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার সুযোগ পায়।

কর্মশালায় প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী অভিন্ন মত পোষণ করেন যে, কাজে ফাঁকি দেওয়া এক প্রকার দুর্নীতি। অনেকে বলেন, অফিস সময়ের পরে বৈধপথে বিকল্প আয়ের পথ অন্বেষণ করা, সময়মতো কাজ শেষ করা, লোভকে সংবরণ করা, অন্যায় কে প্রতিরোধ করা শুদ্ধাচারের অংশ।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, প্রত্যেক মানুষকেই তার কর্মফল ভোগ করতে হবে। অসৎ উপার্জনের পরিণতি কখনই শুভ হয় না। আধুনিক এ প্রযুক্তির যুগে কে কোথায় সম্পদ জমা করছে, তা মুহূর্তেই বের হয়ে আসবে। কাজেই অবৈধ সম্পদ গোপন রাখার সুযোগ নেই। নিজের সৎ উপার্জন থেকে গরিব ও অসহায়দের জন্য ব্যয় করা উচিৎ। সহজ-সরল মিতব্যয়ী জীবনে শান্তি আছে এবং পরকালীন জীবনে মুক্তি নিহিত আছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯ টি গ্রুপ গঠন করে কীভাবে দুর্নীতি প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে ওয়ার্কিং পেপার উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।