ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাইকে ঘোষণা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
মাইকে ঘোষণা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধার মুখে পড়েন তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তারা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের লোকজন একত্রিত হয়ে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করেন ওই এলাকার নারী-পুরুষরা।

দুপুর ১২টা থেকে দুপুরে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় নারায়ণগঞ্জ থেকে আসা রিজার্ভ পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করেই ফিরে আসেন তিতাস গ্যাসের কর্মকর্তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে। সম্প্রতি ওই এলাকার প্রায় ১০ হাজার গ্যাস সংযোগের মূল সংযোগ বস্তল এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। ফলে ওই এলাকায় প্রায় ১০ থেকে ১২ গ্রামের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এ সংযোগ ওই এলাকার কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি রাতের আঁধারে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পুনরায় গ্যাস সংযোগ দেয়। এ বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে আসে।

সকালে সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্নার নেতৃত্বে তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সারোয়ার হোসেন, শামীম আহম্মেদ ও মিজানুর রহমানসহ জেলার রিজার্ভ পুলিশ ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে ওই এলাকায় যান। এ খবর ওই এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রামে মাইকিং করে লোকজন জড়ো হয়ে বস্তল ও মরিচটেক এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে। পরবর্তীতে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করেই চলে আসেন তিতাস গ্যাসের  কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি প্রভাবশালী চক্র মোটা অংকের টাকার বিনিময়ে গ্যাস সংযোগ দিয়ে আসছে। এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসলে এলাকার লোকজনের বাধার মধ্যে পড়তে হয়েছে। স্থানীয় চেয়ারম্যান হামীম শিকদার শিপলুকে ফোন দেওয়ার পর তার কোন সহযোগিতা আমরা পাইনি।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার গোলাম মোস্তফা মুন্না বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।