ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে দরজা ভেঙে কর্মজীবী নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
মোহাম্মদপুরে দরজা ভেঙে কর্মজীবী নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডের একটি বাসা থেকে সুলতানা আফরিন (৩৭) নামে এক কর্মজীবী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে সন্ধ্যায় তাজমহল রোডের একটি বাড়ির ৭ম তলার বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, সুলতানা একটি এনজিওতে চাকরি করতেন। আজ তাকে অফিস থেকে ফোনে না পেয়ে তার বোনকে ফোন দেয়। এরপর তার বোন সুলতানার বাসায় গিয়ে দেখেন তার রুমের দরজা বন্ধ। এরপর তিনি ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।