ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে বেসরকারি প্রতিষ্ঠানের দুজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে বেসরকারি প্রতিষ্ঠানের দুজনের মৃত্যু

ঢাকা: অবকাশযাপনে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের একদল কর্মীর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

গাজীপুরের একটি রিসোর্টে সহকর্মীরা মিলে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সকালে অফিসে গিয়ে তাদের মৃত্যুর সংবাদটি জানতে পারি। কয়েকজন কর্মী নিজ উদ্যোগে গাজীপুরের একটি রিসোর্টে বেড়াতে যান। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে দুইজন মারা গেছেন। আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে শুনেছি।

তিনি বলেন, এটা কর্মীদের ব্যক্তিগত ট্যুর ছিল, তাই সেখানে কী হয়েছে সে বিষয়ে জানা নেই যোগ করেন তিনি।

রিসোর্টটিতে থাকা একজন জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ৪৩ জন সহকর্মী নিজেরাই আয়োজন করে রিসোর্টে অবকাশযাপনে যান। সেখানে তারা মদপানের পরিকল্পনা করেছিলেন। তবে ঢাকার কোনো বারে মদ না পেয়ে তারা গাজীপুরে গিয়ে স্থানীয় একজনকে দিয়ে মদ কিনে আনান। মদ খেয়ে ঢাকায় ফেরার পথে গাড়িতেই তারা অসুস্থ হয়ে পড়েন।

এরপর সকালে দুজন মারা যান। এছাড়াও অসুস্থ কমপক্ষে ৭ জন রাজধানীর আয়শা মেমোরিয়াল, ইউনাইটেড হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল ও ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে দুজন নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি বলেন, পুলিশের কাছে কোনো অস্বাভাবিক মৃত্যুর সংবাদ নেই।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।