ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
ব‌রিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ব‌রিশাল: ব‌রিশা‌লে মোটরসাই‌কে‌লের ধাক্কায় সে‌লিম শরীফ (৫৫) না‌মে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন।

রোববার (৩১ জানুয়া‌রি) সন্ধ্যায় নগরের লাকু‌টিয়া সড়‌কের বা‌ঘিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত সে‌লিম সদর উপ‌জেলার মতাসা এলাকার বা‌সিন্দা আলী আকবর শরী‌ফের ছে‌লে।

স্থানীয় মুদি ব্যবসায়ী মো. সিরাজ জানান, সেলিম শরীফ রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান। তার নাক-মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

এ সময় মোটরসাইকেলের অজ্ঞাত চালক ও তার সঙ্গে থাকা আরোহীও আহত হন।

স্থানীয় ব্যবসায়ীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে ৩ জনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে যান।

মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থা সেলিম শরীফের মৃত্যু হয়।

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, ঘটনাস্থল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। এছাড়া মোটরসাই‌কেল‌টিও পু‌লিশ হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০১, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।