ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চায়না টাউনের সামনে হকারদের বসতে দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
চায়না টাউনের সামনে হকারদের বসতে দেওয়ার দাবি বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশ

ঢাকা: পল্টনের চায়না টাউনের সামনে বসতে দেওয়ার দাবি জানিয়েছেন হকাররা। আর যদি ৭২ ঘণ্টার মধ্যে হকারদের বসতে দেওয়া না হয় তাহলে পল্টন থানার সামনে অবস্থান কর্মসূচীর ঘোষণা করেছেন তারা।

 

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, আজকে চায়না টাউনের সামনে থেকে শ্রমিকদের উচ্ছেদ করা হয়েছে। থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, জার্মানসহ সব দেশে হর্কার আছে। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে হর্কার নেই।  

তিনি আরও বলেন, যে রাষ্ট্রে বেকার আছে, সেখানেই হকার আছে। এদেশে চোরদের সম্মান আছে অথচ হকারদের সম্মান নেই। এই হকাররা নিজেরা কাজ যোগাড় করে বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু উচ্ছেদের নামে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এর পরিণতি ভালো হবে না।

সমাবেশে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ২০-২৫ বছর ধরে এখানে হকারি করে আসছি। প্রতিদিন এখান থেকে আমাদের কাছে চাঁদা নেওয়া হতো। যদি ২০ বছর ধরেন তবে ঐ চাঁদার পরিমান এখন কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমরা তো চুরি করছি না, কিছু করে পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছি। আমাদের সঙ্গে কেন এমন করা হচ্ছে?

সমাবেশ থেকে পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে চায়না টাউনের মালিককে গ্রেফতারের দাবিও করা হয়।

সমাবেশে হকার্স ইউনিয়নের কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত ও হকার্স ইউনিয়নের নেত্রী শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।