ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার ইয়াবা, ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সদস্যরা জানতে পারেন কয়েকজন ইয়াবাবিক্রেতা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির একটি অভিযানিক টহল দল সেখানে ফাঁদ পেতে থাকে। বিকেলে কয়েকজন ইয়াবাবিক্রেতা সীমান্ত এলাকা পার হয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৮০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি চল্লিশ লাখ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।