ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিপুল সংখ্যক গাঁজার গাছ ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
খাগড়াছড়িতে বিপুল সংখ্যক গাঁজার গাছ ধ্বংস খাগড়াছড়িতে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের গাঁজা ধ্বংস। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করেছে জেলা প্রশাসন।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ গাঁজা পোড়ানো হয়।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার চম্পাগাট ইউনিয়নের টঙ্গিছড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৪০শতক জমিতে চাষ করা গাঁজাগাছ উদ্ধার করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুণ্ডু বাংলানিউজকে জানান, এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।