ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফোঁড়া কাটতে ৫ ইনজেকশন, মারা গেলো শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ফোঁড়া কাটতে ৫ ইনজেকশন, মারা গেলো শিশু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি বেসরকারি হাসপাতালে পিঠের ফোঁড়ার অপারেশন করতে এসে সুমনা নামে ৪ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ফোঁড়া কাটার আগে ৫টি ইনজেকশন দেওয়ার পর খিচুনি উঠে অপারেশন টেবিলেই মারা যায় শিশুটি।

সোমবার (২২ নভেম্বর) রাতে উল্লাপাড়া পৌর এলাকার জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ক্লিনিক বন্ধ করে পালিয়েছে মালিকপক্ষ।

নিহত শিশুর মা সুমা খাতুন জানান, সোমবার রাত ৮টার দিকে তার মেয়ে সুমনার পিঠের একটি ফোঁড়া কাটতে স্থানীয় জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আহসানুল হকের কাছে যান। ওই চিকিৎসক সুমনার পিঠে পর পর ৫টি ইনজেকশন দেন। সঙ্গে সঙ্গে শিশুটির খিচুনি শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘন্টা, নভেম্বর ২৩, ২০২১
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।