ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
কক্সবাজারে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁহ উপজেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

বুধবার (২৪ নভেম্বর) সকালে নবগঠিত ঈদগাঁহ উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান।  

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় ৬০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, স্থানীয় জনপ্রতিনিধিসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে নাপিতখালি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেজর জেনারেল মো.ফখরুল আহসান।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।