ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের ফদিরগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে নাদিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের বড়গাঁও গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নাদিয়া একই বাড়ির প্রবাসী মো. বাহাউদ্দিন মিজির ছেলে।

শিশুর মামা রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে তারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে নাদিয়া খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেকক্ষণ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফরহাদুল করিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।