ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য চুক্তি উদযাপন উপলক্ষে রোড শো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
পার্বত্য চুক্তি উদযাপন উপলক্ষে রোড শো ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির চব্বিশ বছর পূর্তি উদযাপনের কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগ ‘ভ্রাম্যমান সঙ্গীত পরিবেশনা’ রোড শো অনুষ্ঠিত  হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গণে কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল  হক ভুঁইয়া, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, প্রশাসনিক মোহাম্মদ সাইফুল্লাহ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।