ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাচা মেম্বার হলেন, ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
চাচা মেম্বার হলেন, ভাতিজা খুন সৌরভ

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে সৌরভ (২৩) নামে এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৌরভ ১নং জয়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা ও ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

সকালে স্থানীয়রা পায়ের রগ কাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।