ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ফরিদপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর: বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর কবি জসীম উদ্দিন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আলিমুজ্জামান- বিপিএম (সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজসহ জেলার অন্যান্য মুক্তিযোদ্ধারা।

এ সময় মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতিচারণ করেন। সভায় বক্তারা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তিযোদ্ধাদের একত্রিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান। এছাড়া মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তি, যারা আজও দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।