ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোটারদের বাড়ি গিয়ে নাচছেন নারী মেম্বার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ভোটারদের বাড়ি গিয়ে নাচছেন নারী মেম্বার! মরজিনা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচনে জিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মরজিনা আক্তার নামে এক মহিলা মেম্বারের নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় নির্বাচনে জয়ের আনন্দে বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছেন এ নারী মেম্বার।

বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মরজিনা বেগম, তার সঙ্গে নাচছেন তার কর্মীরাও।

রোববার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার (সদস্য) পদে জয়লাভ করেছেন মরজিনা বেগম।

মরজিনা বেগম ৯ নম্বর ওয়ার্ড বলিবাড়ি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।