ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাতভর গৃহবধূকে নির্যাতন, ধানক্ষেত থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
রাতভর গৃহবধূকে নির্যাতন, ধানক্ষেত থেকে উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে দুই সন্তানের জননীকে বসতঘর থেকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে স্বামীর পরিচয় দিয়ে চোখ-মুখ বেঁধে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন নির্যাতিতা ওই গৃহবধূ।

 

বুধবার (১ ডিসেম্বর) সকালে তাকে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

চিকিৎসাধীন থাকা ওই গৃহবধূ বলেন, রাত ৩টার দিকে হঠাৎ একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার স্বামীর পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে-সঙ্গে তার মুখ চেপে ধরে চোখ-মুখ বেঁধে ফেলা হয়। পরে তাকে বাড়ির পাশে একটি ধানক্ষেতে নিয়ে বেদম নির্যাতন করা হয়। তার স্বামী ঘটনার সময় মেঘনা নদীতে মাছ ধরছিলেন। সকালে স্থানীয়রা রক্তাক্ত ও অর্ধ-বিবস্ত্র অবস্থায় ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তিনি কাউকে চিনতে পারেন নি।  

এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নির্যাতিতা গৃহবধূ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তদন্তে করে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।