ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। নিহত বৃদ্ধর বয়স আনুমানিক ৬০ বছর।  

কাওরাইদ রেল স্টেশন মাস্টার মো. শ্যামল মৃধা জানান, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের কাওরাইদ রেলস্টেশন অতিক্রম করছিল তিস্তা এক্সপ্রেস ট্রেন। এ সময় ওই বৃদ্ধ কাওরাইদ রেলওয়ে ব্রিজের ওপর উঠে পড়েন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।