ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ধর্ষকের যাবজ্জীবন, সহযোগীর ১৪ বছরের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
শেরপুরে ধর্ষকের যাবজ্জীবন, সহযোগীর ১৪ বছরের সাজা

শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার রায়ে ধর্ষক শফিকুল ইসলামের যাবজ্জীবন এবং সহযোগী ছানা মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আক্তারুজ্জামান বুধবার (১ ডিসেম্বর) বিকেলে এ রায় দেন।

 

সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার কালিনগর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ছানা মিয়া হাসলিগাঁও গ্রামের সেকান্দর বাদশাহর ছেলে।

শেরপুর নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায় বাংলানিউজকে জানান, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের ওই স্কুলছাত্রীকে ২০১৫ সালের ২০ মে সন্ধ্যায় চাচার বাড়ি থেকে নিজবাড়িতে ফেরার পথে দণ্ডপ্রাপ্তরা জোরপূর্বক রাস্তা থেকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে বিভিন্নস্থানে নিয়ে শফিকুল তাকে একাধিকবার ধর্ষণ করেন।

ওই কিশোরীর বাবার দায়ের করা মামলায় পুলিশ ২ মাস পর ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারিক পর্যায়ে ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।