ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে অবস্থিত নিজবাড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বুধবার (১ ডিসেম্বর) বিকেলে তিনি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সচিব প্রকল্পের প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখেন এবং বসবাসরতদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সেখানে একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।  

এসময় তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর নিজস্ব প্রকল্প। এই প্রকল্পের বাসিন্দাদের প্রয়োজনীয় সবকিছু করা হবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।