ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এবার সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধা আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
এবার সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধা আহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর আল্লাহ করিম মার্কেটের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ি একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা মারে। এ ঘটনায় আরজু বেগম (৬৫) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি বাসটিকে ধাক্কা মারে। তখন ওই বাস থেকে নামার সময় এক বৃদ্ধা পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন।

এ সময় ময়লার গাড়িটি খালি ছিল। ঘটনায় পর চালক রতনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ওই বৃদ্ধাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।