ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চামড়া সংরক্ষণে নওগাঁয় হবে অত্যাধুনিক হিমাগার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
চামড়া সংরক্ষণে নওগাঁয় হবে অত্যাধুনিক হিমাগার নওগাঁয় অত্যাধুনিক হিমাগার স্থাপন

নওগাঁ: কুরবানী ঈদে চামড়া সংরক্ষণ করার জন্য নওগাঁর বিভিন্ন জেলায় হিমাগার স্থাপন করা হচ্ছে। খুব দ্রুতই এ প্রকল্প বাস্তবায়ন হবে।

সেই ধারাবাহিকতায় নওগাঁ জেলায় একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করা হবে। এজন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন ও বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এসব বিষয় নিয়ে দুপুরে নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল আলম।

নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- গ্রুপের সভাপতি মোমতাজ হোসেন, সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন, কোষাধক্ষ্য ফরিদ আকতার, সদস্য সাদিক ও আজিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভা শেষে অতিরিক্ত সচিব মনছুরুল আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, চামড়াজাত পণ্যের প্রসারে চট্টগ্রাম, গাজিপুর ও মুন্সিগঞ্জসহ কয়েকটি স্থানে বিশ্বমানের টেকনোলজি বসানো হচ্ছে। এছাড়া হিমাগার স্থাপনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে কাঁচা চামড়ার বাজারে আবারো সুদিন ফিরবে।

বিকেলে অতিরিক্ত সচিব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতাকর্মীরা মহাদেবপুর উপজেলার সরুপপুর এলাকায় হিমাগার নির্মাণের সম্ভাব্য স্থান পরির্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।