ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ধরলা নদী তীরবর্তী আড়াইশ শীতার্ত, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কালের কণ্ঠ শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।

 

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে দেড়শ এবং উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার খায়রুল আনম, শুভসংঘ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার প্রচার সম্পাদক সাজেদুল করিম সুজন, সমাজকল্যাণ সম্পাদক সাইমুল ইসলাম সাজু, সদস্য মিনহাজুল ইসলাম, মিজানুর রহমান ও আল আমিন এবং কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক উপস্থিত ছিলেন।  

এছাড়া উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে হতদরিদ্র, প্রতিবন্ধী ও অতিবৃদ্ধদের মধ্যে প্রায় একশ কম্বল বিতরণ করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, বুয়েটে সদ্য সুযোগ পাওয়া মেহেদী হাসান ও তরুণ কবি নাজমুল হাসান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।