ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে ডুবে মো. নাঈম হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মাধবপুর পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

 
নাঈম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নামে নাঈম।  গোসলের একপর্যায়ে নাঈম পানিতে তলিয়ে গেলে তার বন্ধুরা বাড়িতে এসে খবর দেয়। পরে স্বজনরা নাঈমকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।